বিনোদন: সিনেমার প্রিমিয়ারে গিয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। রুবেলের মৃত্যুর দুইদিন পরেই গত শুক্রবার পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘পেয়ারার সুবাস’। দেশজুড়ে ২৭টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ছবিটি। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। আগামী শুক্রবার ফেব্রæয়ারি থেকে জয়া আহমেদ, আহমেদ রুবেল, তারিক আনাম খান অভিনীত এ ছবিটি চলবে দেশটিতে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী শুক্রবার ফেব্রুয়ারি হয়টস-এর ব্যাঙ্কসটাউন হলে এবং আগামী রোববার ক্যাম্পবেলটাউন-এর ডুমারেস্ক স্ট্রিট সিনেমাতে দেখানো হবে ছবিটি। ছবির অস্ট্রেলিয়ার সময়সূচি বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে। ‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও অভিনয়ে করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com