ঝাপসা — তমা

0
326

এক দিগন্ত খোলা সূর্যপথের মাঝে

ভোরের ওই উদিয়মান রাঙা মন্ত্রের আকাশ থেকে

মাধবী আলোর রৌদ্র বাগান রোজ তার রূপরঙ

মেলে ধরে ধরণীর বুকে।

বুঝেনাসে নিত্য খেলে আলোছায়া

লুকোচুরি আদি মিয়মে প্রতিটি মানবীর জীবনদশায়

একদিন উচ্ছলা হাসি মুছে যায়, কান্না মুছে যায়,

রুদ্ধবাক জলশূণ্য শ্যাওলাঘন পাথর চোখ শুধু থেকে যায় !

মুছে যায় রঙ্গিন স্বপ্নের রং নিভুনিভু জীবনের আলোর শিখা

বেঁচে থাকে তার পত্রাবলির সতেজতায় ঝাপসা দৃষ্টি রেখে আর মুছে যায়

আসা ভালোবাসা,স্বাধ-সাধ্য! নিদ্রাসুখ তলিয়ে যায় তন্দ্রায় ,

দানা দানা ইচ্ছেরা মোমের ছায়ার মতো ধীরে ধীরে মুছে যায়।