খুলনার ডুমুরিয়া উপজেলায় অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার , বাইসাইকেল, ও সেলাই মেশিন বিতরণ করলেন ডুমুরিয়া উপজেলা প্রশাসক।
জানা গেছে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ২০ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে ৪০ টি বাইসাইকেল, ও দুস্হ অসহায় মহিলাদের মাঝে ২৫ টিসেলাই মেশিন বিতরণ করলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
বৃহস্পতিবার ২৯মে সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ সময় ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com