বুধবার ১৭সেপ্টেম্বর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবন দ্বিয়তলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন ছাড়াও সাম্প্রতিক অপরাধমূলক ঘটনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে ইভটিজিং, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ও থানা পুলিশ গরু চোর কে আটক না করে।
গরুর মালিক সাঈদ শেখ ও আসাবুরশেখ কে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন, বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিনা ফৈরদাউসী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুখতার হোসেন, চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, সমাবেশ মন্ডল, শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন,সাংবাদিক শেখ মাহতাব হোসেন, মোঃ মনিরুল ইসলাম, বিএনপির নেতা হাবিবুর রহমান,মিলন কুমার মন্ডল প্রমুখ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com