দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি"
এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপন। উদ্বোধনী অনুষ্ঠান প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায়
বুধবার ২৬ নভেম্বর সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ আশরাফুল কবির,
প্রধান অতিথি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মোঃ জহুরুল ইসলাম, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন ডাক্তার আবু সাঈদ সুমন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায়, মোঃ আনোয়ার হোসেন, শ্যামলী কবিরাজ, ম্যাগি মল্লিক, মফিজুল ইসলাম, শেখ কামরুল ইসলাম খামারি হাসনা হেনা, শিবানী মন্ডল, মোনাজাত জোয়ারদার, শেখ নজরুল ইসলাম, আব্দুস সাত্তার প্রমুখ।
প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে ১২ জন পদক প্রদান করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের মধ্যে রয়েছে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন দেশীয় জাতের প্রদর্শন, আধুনিক প্রযুক্তি ষ্টল, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
মানুষ কখনো ঘাস লাগবে চিন্তা করা যায়, এখন অল্প জমিতে বেশি গান লাগাতে হবে।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল।
আলোচনার পূর্বে একটি বিশাল র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের এসে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ৩০টি ষ্টল পরিদর্শন করেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com