পঁচা-বাসী ও দুষিত খাবার রাখার অপরাধে খুলনার ডুমুরিয়া বাজারে ৬টি দোকানে ১ হাজার৮শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিষ মোমতাজ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ডুমুরিয়া বাজারে মিষ্টান্ন ভান্ডার ও নিউ মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিন ধরে পঁচা বাসী ও দূষিত খাবার পরিবেশন করে আসছে। ও ফলের দোকানে ফরমালিন কার্বোরাইট মিশিয়ে ফলে দিয়ে সে ফল বিক্রি করছে ।এ কারণে ভ্রাম্যমান বসানো হয়।
সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে অভিযান চালিয়ে উভয় প্রতিষ্ঠানকে ১ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য বকুল বিশ্বাস, অফিস সহকারী নাসির উদ্দিন সানা, পৃতিষ ও রাজু আহমেদ প্রমুখ ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com