সোমবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রিপা ইটভাটা মালিক আমিনুর রহমান পানি উন্নয়ন বোর্ড নদী খনন কাজ করায় তার ইট ভাটা মালামাল পারাপার করার জন্য আমিনুর রহমান নদীতে ব্রিজ না করে নদীর মাঝখানে পিলার স্থাপন করার দায়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশিষ মোমতাজ মোবাইল কোর্ট বসিয়ে ৩০হাজার টাকা জরিমানা আদায় ও অতিসত্বর কালবোট করার সকল কার্যক্রম বন্ধ থাকার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য সম্প্রতি কালে ঐ ঘ্যংরাইল নদী ১২, ৬৭, ০০, ৮৭০.৯১২ টাকা ব্যয়ে ৫’৮০০কি,মিঃনদী খনন করেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com