জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থণা সভা ও সনাতনী সমাবেশ
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সদস্য বি এন পি স্থায়ী কমিটি র ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেন একটি গোষ্ঠী ৭১ সালে আমাদের মা বোন কে ধরে দিনে রাজাকার আলবদরের হাতেতুলে দিয়াছিল, তারা এখন ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছে ভোট চায়। আর বলে সব দশকে দেখেছেন, আমাদের কে এক বার দেখুন। তিনি আরো বলেন ৭১সালে আপনাদের দেখা হয়েছে।
শনিবার ২৪ জানুয়ারি বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থণা সভা ও সনাতনী সমাবেশঅনুষ্ঠিত হয়েছে ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা ২আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীক নিয়ে খুলনা ২আসনের সংবাদ পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি: নিপুন রায় চৌধুরী, সদস্য, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি।
আলোকিত অতিথিঃ- মোহাম্মদ আলি আসগার লবি, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, খুলনা-৫ আসন। ডাঃ প্রদীপ দেবনাথ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, খুলনা। বাবু সত্যেন্দ্রনাথ দত্ত, ট্রাস্টি, হিন্দু কল্যাণ ট্রাস্ট, খুলনা।বাবু ব্রজেন ঢালী, সভাপতি, পূজা উদযাপন ফ্রন্ট, খুলনা।বাবু রমেন মন্ডল, সদস্য সচিব, সনাতনী ঐক্যজোট, ডুমুরিয়া উপজেলা।বাবু সুকৃতি মন্ডল, সদস্য, সনাতনী ঐক্যজোট, ডুমুরিয়া উপজেলা।
বাবু পরিতোষ বালা, যুগ্ম-আহবায়ক, সনাতনী জোট, ডুমুরিয়া উপজেলা প্রশান্ত কুমার হালদার - সভাপতি মতুয়া নাহব্যাংস খুলনা। মতুয়া মহাসঙ্ঘের সভাপতি প্রশান্ত হালদার, সিনিয়র সহ-সভাপতি তপন কুমার , বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি, খুলনা বিভাগ।
স্বাগতম বক্তব্য দেন পরিতোষ কুমার বালা, গীতা পাঠ: জ্যোতি মন্ডল। সভায় সভাপতিঃ বাবু প্রফুল্ল কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ডুমুরিয়া সঞ্চালনায় ছিলেন বাবু নিত্যানন্দ মন্ডল, আহবায়ক, সনাতনী ঐক্যজোট, ডুমুরিয়া উপজেলা।
সুদেব চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক, মতুয়া মহাসংঘ, ডুমুরিয়া।
উল্লেখ্য ডুমুরিয়া সনাতনী সমাবেশের স্বাধীনতা চত্বরে কানায় কানায় পূর্ণ হবে সনাতন ধর্ম অবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com