জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলায় আয়োজন করা হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা। রবিবার সকালে কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুটুদিয়া ও ফজলুল উলুম মাদ্রাসা, টিপনা ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রাণিসম্পদ, পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায়, উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় অভিভাবকরা।
সকালে স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে দুধ, ডিমসহ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে এই ফিডিং কার্যক্রমে অংশগ্রহণ করে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এই উদ্যোগ শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং প্রাণিজ খাদ্যের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে দুধ–ডিম–মাংসের উপকারিতা সম্পর্কে ধারণা দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির বলেন,শিশুদের পুষ্টির ভিত্তি শক্তিশালী করতে প্রাণিজ আমিষের বিকল্প নেই। স্কুল ফিডিং কর্মসূচি তাদের মধ্যে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।
ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন শিক্ষার্থীদের প্রাণিসম্পদ, দুধের গুরুত্ব, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সহজ ও বয়সোপযোগী ব্যাখ্যা প্রদান করেন। তিনি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব এবং ভবিষ্যতে নতুন প্রজন্মের ভূমিকা সম্পর্কেও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায় বলেন,আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব তারা যদি ছোট থেকেই বুঝতে পারে, তাহলে একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
আলোচনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতি এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সরকার পরিচালিত এই কর্মসূচিকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর প্রতিপাদ্য—
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি।
এই প্রতিপাদ্য বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানো এবং প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
দিনব্যাপী এই স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের পুষ্টি ও সচেতনতা কার্যক্রম নিয়মিত হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com