প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ১০:২৪ এ.এম
তবু মনে হয় পায়রার জলে কত ঢেউ!
মোশতাক আল মেহেদী
যাদের দেখার কথা তাদের দেখিনা
কিছু চোখের ঝাপসা বাকিটা মানুষ নেই
তাই হারানো দিনের গান শুনি।
সেই স্মৃতির দেয়ালে সব ছবি যেন আয়নায় দেখা মুখ,
সেসব অনেককিছু নেই
তবু মনে হয় পায়রার জলে কত ঢেউ!
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com