সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমকে নৃ'শং'স'ভা'বে জ'বা'ই করে হ'ত্যা করা হয়েছে। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হ'ত্যা'কা'ণ্ডের ঘ'টনা ঘ'টে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দু'র্বৃ'ত্ত'রা তার ঘরে ঢুকে ধা'রা'লো অ'স্ত্র দিয়ে জ'বাই করে হ'ত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তার মৃ'তদে'হ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা'শ উ'দ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ম'র্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হ'ত্যা-কা'ণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com