তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি নির্বাচনী কার্যালয়কে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তালা উপজেলার জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে গেট স্থাপন এবং বিএনপির তালা উপজেলা কার্যালয়ে আলোকসজ্জা নির্বাচন আচরণবিধি পরিপন্থী হওয়ায় উভয় কার্যালয়কে সতর্কতার পাশাপাশি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com