পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির মাওলানা মফিজুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে পার্শ্ববর্তী মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার ছাত্র এবং মুসল্লিদের জন্য তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারা।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com