সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অভিযোগ
সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামে অবৈধভাবে বালু বিক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ঈশিকা আরজু লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান, গত ১৬ অক্টোবর বিকাল ৩টার দিকে মৃত ইউছুপ শেখের স্ত্রী রুপিয়া বেগম অবৈধভাবে সোহাগ শেখের পুকুর থেকে বালু বিক্রয় করছিলেন। শিরাশুনি গ্রামের নজরুল ইসলামের বালু তোলার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু হলে পুকুরের মালিক সোহাগ শেখ বিষয়টি নিয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পর প্রশাসনের নির্দেশে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ঘটনাস্থলে গেলে রুপিয়া বেগম সোহাগ শেখের পক্ষের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তার ছেলে সাহাদ শেখ শাবল দিয়ে আঘাত করে তাহফিমুর রহমানের মাথা ফাটিয়ে দেন। এতে তার অবস্থা আশঙ্কাজনক হয়।
এ সময় ঈশিকার বাবা শেখ আওছাফুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ও সোহাগ হোসেনকেও মারধর করা হয়। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর শেখ আওছাফুর রহমান বাদী হয়ে সাহাদ শেখ, রুপিয়া বেগম ও রাকিব হোসেনের বিরুদ্ধে তালা থানায় মামলা (নং–০৬) দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ঈশিকা আরজু অভিযোগ করে বলেন, রুপিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি। প্রতিবাদ করায় তাদের পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রদানের জোর দাবি জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com