সাতক্ষীরার তালা উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম শংকর মন্ডল (৩৫)। তিনি তালা থানাধীন ইসলামকাঠী বলোরামপুর বাজার এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শংকর মন্ডলকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে মাদকদ্রব্য উইন কোরেক্সের ৭০ বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তালা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com