সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিনব কায়দায় একটি ভ্যান চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যানচালক তাছের মোল্লা (৭০), সে তালা সদর জেয়ালা নলতা গ্রামের কালু মোল্লা ছেলে। তিনি জানান, তালা হাসপাতাল থেকে দুই ব্যক্তি রোগী নেওয়ার কথা বলে ভ্যান ডেকে নেয়। এ সময় এক ব্যক্তি তাকে হাসপাতালের উপরে নিয়ে যায় এবং কৌশলে বলে, “নিচে একটি কাগজ ফেলে এসেছি, আপনি গিয়ে নিয়ে আসুন।
কাগজটি এনে অপেক্ষা করলেও আর ওই ব্যক্তির দেখা পাননি। পরে নিচে নেমে দেখেন ভ্যান ও মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি উধাও হয়ে গেছে। তাছের মোল্লা বলেন, “আমার সংসার চলে এই ভ্যান চালিয়ে। ভ্যানটি হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।”
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com