"সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজন ও বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজন, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কলিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনসহ স্কুলের ছাত্রছাত্রী ও সুধীজন।
সভায় দূর্যোগ মোকাবেলা ও দূর্যোগ প্রতিরোধে করনীয় সম্পর্কে সকলকে সচেতন করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com