দেবহাটার কোঁড়া পাড়ের পুকুরধার ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের নূরানী কায়দা বিভাগ থেকে কোরআন বিভাগে উত্তীর্ণদের পুরষ্কার বিতরণ ও মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) সকাল থেকে দিন ব্যাপি আলোচনা সভা, ইসলামী সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগীতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহীমের সভাপতিত্বে কোঁড়া কেটিএস ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক এমএ মামুন, জামায়াত নেতা রবিউল ইসলাম, মিজানুর রহমান, বিএনপি নেতা সামছুর রহমান, আলমগীর হোসেন, মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. আব্দুল্লাহ, দ্বাতা সদস্য মীর আয়ুব আলী, আব্দুস সামাদ, সোবহান আলী, আব্দুর রশিদ ময়না, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম সহ মাদ্রাসা কমিটির নের্তৃবৃন্দ।
এসময় নূরানী কায়দা বিভাগ থেকে কোরআন বিভাগে উত্তীর্ণ ৪জন শিক্ষার্থী কোরআন শরীফ এবং ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ও বিভিন্ন ক্যাটাগারিতে শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com