প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ১:৫৩ পি.এম
দেবহাটায় ইভ টি জিং শিকার ছাত্রীর আ ত্ম হ ত্যাঃ বিচার দাবিতে মানববন্ধন
দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় উক্ত স্কুলের সামনে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ঐ এলাকার বখাটে ছেলে আবু সাঈদ শান্ত দীর্ঘদিন ধরে ৮ম শ্রেনীর শিক্ষার্থী আফরোজা খাতুনকে ইভটিজিং করতো। এমনকি এই নিয়ে শান্তর মা আফরোজার পরিবারকে নানারকম হুমকি ধামকিও দিয়েছিল। এইসব কারনে আফরোজা কীটনাশক পান করে।
সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় আফরোজা গত শুক্রবার মৃত্যুবরন করে। এঘটনায় নিহত আফরোজার ভাই আব্দুল কাদের বাদী হয়ে শান্ত, শান্তর পিতা শাহজাহান শেখ ও মা সুফিয়া খাতুনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করে। অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক অহিদুল ইসলাম, মামলার বাদী নিহত শিক্ষার্থীর ভাই আব্দুল কাদের, পিতা ফারিজুল ইসলাম, চাচা আশরাফুল ইসলাম ও দোলাভাই আব্দুর রব প্রমুখ। উক্ত মানববন্ধনে স্কুলের সকল শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com