সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ৪ বছর পূর্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন* অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ আগস্ট ২০২৪, শনিবার দুপুরে আয়োজিত এই আয়োজনে উক্ত মাদ্রাসার আবাসিক ব্যবস্থার উন্নয়নে ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর* উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সখিপুর ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ অলিউল ইসলাম।
অনুষ্ঠান শেষে ‘মঈন আদ্-দ্বীন সোসাইটি’-এর উদ্যোগে ও সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মাদ্রাসার ৪ বছরের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি গাছের চারা বিতরণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য আয়োজন ও অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com