দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের সামনে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি বীজ ও সার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ।
সভায় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে কৃষকদের অবদানের কথা তুলে ধরে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সরকার যে উদ্দেশ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরন করছে তার সুফল যেন সবাই পাই সেই আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বর্তমানে উন্নত প্রযুক্তিতে যে ধরনের চাষাবাদ হচ্ছে সেই সুফল গ্রহন করে নিজেকে আত্ম স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সকলকে অবদান রাখান আহবান জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com