দেবহাটায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট সম্পর্কে সাধারন মানুষ ও মহিলাদেরকে অবহিত করতে এবং বাল্য বিবাহ নিরোধ বিষয়ে সচেতনতামূলক মহিলা সমাবেশে মিলিত হয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
মঙ্গলবার ২০ জানুয়ারী দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে সচেতন ও নতুন বাংলাদেশ গঠনে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্যা রেহেনা পারভিন প্রমুখ।
মহিলা সমাবেশে ইউএনও মিলন সাহা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার দেয়া হবে। একটি ব্যালটে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আর একটি ব্যালটে আপনারা গনভোট অর্থ্যাৎ হ্যাঁ বা না ভোট দিবেন। এই গনভোটের মাধ্যমেই আগামীর রাষ্ট্র কাঠামো মেরামত ও সংশোধন করা হবে। তাই প্রত্যেককে তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে এই গনভোট প্রদানের জন্য তিনি আহবান জানান। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে সকল মা-সহ পরিবারের সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ইউএনও বাল্য বিবাহ একটি অভিশাপ উল্লেখ করে সেটা প্রতিরোধ করার আহবান জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com