দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে জলবায়ু সচেতনতা ও পদক্ষেপে স্থানীয় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার তাজুল ইসলাম ও কেশবপুর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম।
ব্রেকিং দ্যা সাইলেন্সের দেবহাটা উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের শিশু সদস্য কাকন, রাতুল হাসান ও ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে গত কয়েক মাসে ব্রেকিং দ্যা সাইলেন্সের এই প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ, সামাজিক কাজের মাধ্যমে এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com