দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপজেলা সকল ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) এর সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফি) জুয়েল মিয়া ও ফার্সাসিস্ট রামপ্রসাদ গুহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তারা দেশের সকল হাসপাতালে রোগ নির্নয়, ঔষধ সরবরাহসহ নানাবিধ স্বাস্থ্য সেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই সকল তরুন পেশাজীবীদের সমন্বয়ে এই বৈষম্য দূর করে তাদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com