দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ৩তিনব্যাপী বইমেলার উদ্বোধন হবে।
পারুলিয়া বালিকা বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ। সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। অনুষ্ঠান পরিচালনা করবেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন।
এছাড়া শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিশেষ অতিথি থাকবেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন সকলের সহযোগীতা কামনা করেছেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com