দেবহাটার পারুলিয়াস্থ বেসরকারী স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের বার্ষিক সাধারন সভা, উপদেষ্টা পরিষদ গঠন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির আয়োজনে পারুলিয়ার নিজস্ব কার্য্যালয়ে শনিবার ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কাদের মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, সাধারন সম্পাদক আবু রায়হান প্রমুখ।
সভায় ফেয়ার মিশনের সকল ইউনিটের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সভায় ফেয়ার মিশনের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকান্ডের বর্ননা দিয়ে বক্তারা বলেন, এই প্রতিষ্টানটি মাদক বিরোধী সাইকেল র্যালী, করোনা প্রতিরোধে কার্য্যক্রম, গুরুত্বপূর্ণ দিবস ও ধর্মীয় অনুষ্ঠানের সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, পারুলিয়া ফুটবল মাঠে বৃহৎ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করাসহ একাধিক কার্য্যক্রমে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ২ শতকের অধিক গভীর নলকূপ স্থাপন, রমজান ও ঈদে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করাসহ একাধিক সামাজিক কাজে সকলকে আকৃষ্ট করেছে। তাই সকলের সহযোগীতায় এই প্রতিষ্টানটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com