সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, আমাদের শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশ। শিক্ষার্থীদের পড়াশুনা ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারন করতে হবে। ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম ও টাইম মেনে পড়াশুনা করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনটা অনেক কঠিন ও বাস্তব। সেই বাস্তবতা মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীদেরকেই আগামীর বাংলাদেশ পরিচালনা করতে হবে।
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১১টায় আমাদের শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী উপ-সচিব আবুল হাসান, উপ-সচিব আকবর হোসেন ও এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক জামায়াতের উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।
অনুষ্ঠানে আদর্শ শিক্ষা প্রতিষ্টান গড়ার পাশাপাশি আদর্শ শিক্ষার্থী গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com