দেবহাটা উপজেলার পারুলিয়া এসএসমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন সবুজের মিলনমেলায় রূপ নেয়। হাতে হাতে ছোট্ট চারা, চোখে বড় স্বপ্ন-“সবুজে সাজাই বাংলাদেশ” এই অঙ্গীকারে একত্র হয়েছিল শত শত শিক্ষার্থী।
‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে আর বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বললেন, “গাছ কেবল ছায়া আর ফল দেয় না, গাছ দেয় জীবন। আমাদের সন্তানদের জন্য অক্সিজেনের এই ভান্ডার রক্ষা করতে হলে আজই শুরু করতে হবে সবুজ চাষ।”
প্রকৃতি যেন নিজেই এসে দাঁড়িয়েছে এ আয়োজনে। শ্রাবণের হাওয়ায় গাছের পাতারা নেচে উঠছে, মাটিতে গড়িয়ে পড়ছে সজীব পানির ফোঁটা। চারার শিকড়ে লেগে থাকা কাদা যেন বলছে—“আমাকে যতœ করো, আমি তোমাদের ভবিষ্যৎ সাজিয়ে দেব।”
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী উপ-সচিব আবুল হাসান, উপ-সচিব আকবর হোসেন ও এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক জামায়াতের উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।
প্রতিটি শিক্ষার্থীর হাতে যখন দুটি করে চারা তুলে দেওয়া হলো, তাদের চোখে ছিল এক অনাবিল উচ্ছ্বাস। কেউ বলল, “আমি এটিকে প্রতিদিন পানি দেব।” কেউ প্রতিশ্রুতি দিল, “এ গাছ বড় হলে পাখিরা আসবে, ফুল ফোটাবে।”
ঋতুর এই সবুজ ছোঁয়ায়, শ্রাবণের এই কোমল বৃষ্টিতে, শিশুর হাতে ধরা ছোট্ট চারাগুলোই হয়তো একদিন ছায়াময় বন হয়ে উঠবে। তখন সবুজের শীতল ছায়ায় ভরে যাবে ধরণী।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com