সাতক্ষীরার দেবহাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ থেকে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল বেলায় উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামদান পরিবহন কালিগঞ্জগামী ছিল এবং বিআরটিসি বাসটি বিপরীত দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। চাঁদপুর মাদ্রাসা মোড়ের অদূরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দেবহাটা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন তারা।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com