দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতা মিসেস মেহেরুন্নেছার চেহলাম, কবর জিয়ারত ও দোয়ানুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ নভেম্বর দেবহাটা উপজেলা মডেল মসজিদ ও কোড়া বকুলতলা জামে মসজিদে উক্ত দোয়ানুষ্টান অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদে জুম্মা পরবর্তী উক্ত দোয়ানুষ্টান পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া।
উক্ত দোয়ানুষ্টানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল হাবিব মন্টু, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মদ পাড়, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় আহমেদ সবুজ, সাংবাদিক সিরাজুল ইসলামসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দোয়ানুষ্টান শেষে মরহুমার কবর জিয়ারত করা হয়। উল্লেখ্য, গত বুধবার ২৬ নভেম্বর তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে মৃত্যুবরন করেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com