দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে আগামী নির্বাচনকে সামনে রেখে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় উপজেলার সখিপুর আলিম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি থাকবেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম। সঞ্চালনা করবেন উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক।
উক্ত সুধী সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সুধী সমাবেশে সকলকে উপস্থিত হওয়ার জন্য উপজেলা জামায়াতের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com