প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৪, ১২:৩১ পি.এম
দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সুদমুক্ত ঋন বিতরন
দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সুদমুক্ত ঋন বিতরন করা হয়েছে। ২০ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা ও সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সমাজসেবা অধিদপ্তরের মঈনুল ইসলামসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার দেবহাটা গ্রামের ১৪ জন অস্বচ্ছল মানুষকে ৩ লক্ষ ২১ হাজার টাকা ও উপজেলার হিজলডাংগা গ্রামের ৯জন অস্বচ্ছল মানুষকে ২ লক্ষ টাকা সুদমুক্ত ঋন বিতরন করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com