সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪মে) বিকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ফুলবাড়ি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে তালা উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন তালা উপজেলার ১২টি ইউনিয়নে সার্চ কমিটি গঠন করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক ও ৪-৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
তবে, গঠিত এই সার্চ কমিটিকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। ফলে স্থানীয় বিএনপির একাংশ এ কমিটি প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচিত নয়, নিরপেক্ষ কমিটি চাই’ এমন স্লোগান দেওয়া হয়। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কমিটি তৈরি হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভ থেকে দাবি জানানো হয় নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সার্চ কমিটি গঠন করতে হবে, যেখানে প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীরা মূল্যায়ন পাবেন। তাদের দাবি, আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে যাদের দেখা গেছে তাদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে।
ইউনিয়ন যুবদলের আহবায়ক জি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শাহ আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আনারুল ইসলাম, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম শফিসহ আরো অনেকে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com