সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক অন্যের জমি দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আদালতে দাখিলকৃত মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, ধুলিহর মৌজার এসএ ৩৮৪৬ খতিয়ানের সাবেক দাগ নং ৮৫৯১ এবং বর্তমান দাগ নং ১১১২৪ এর বর্তমান মাঠ জরিপ অনুযায়ী মৃত আফিলউদ্দীন গাজীর ৫পুত্র হওয়ায় তারা দীর্ঘদিন ধরে শান্তি পূর্ণ ভাবে ভোগদখল করে খাচ্ছেন।
সম্প্রতি উক্ত জমির জাল কাগজপত্র তৈরি করে মৃত আবুল কাশেম সরদারের পুত্র কালাম হোসেন বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিঃ আদালতে মনু গাজীর পুত্র আবু সাইদসহ ৭ জনকে বিবাদী করে পি-৪১৭/২৫ নম্বর এবং দেং ৫৯/২৫ নম্বরের পৃথক ২টি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত ২য় পক্ষের কারণ দর্শানোসহ ওসি সাতক্ষীরা কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
উক্ত মামলা দুটি বিচারাধীন থাকা অবস্থায় গত ২৬ জুলাই কালাম হোসেনের নেতৃত্বে রুহুল আমিন, মাসুদ,রানা,বিপ্লবসহ আরও ১০/১২জন সম্পুর্ণ বেআইনি ভাবে জোর পূর্বক জবরদখল করার চেষ্টা করে। এতে স্থানীয় লোকজন বাধা দিলে তারা পিছু হটতে বাধ্য হয়।এব্যাপারে আরশাদ আলীসহ স্থানীয় লোকজন জানান- উক্ত কালামের বিরুদ্ধে সরকারি জমি দখল, জাল কাগজপত্র তৈরি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে। এব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com