সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলার বহুল আলোচিত ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম বিক্রি ও যাচাই-বাছাই শেষে সর্ব সম্মতিক্রমে ৪জন অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ২৯অক্টোবর সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাবেক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৫সদস্য বিশিষ্ট অভিভাবক সদস্য মনোনীত করা হয়।
সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্যরা হলেন মোঃ আব্দুল রহিম মাস্টার, আবু সাঈদ (সাংবাদিক),মোঃ মনিরুল ইসলাম আবু শামিম সানা মোছাঃ সাবিনা ইয়াসমিন (মহিলা সদস্য)। নির্বাচন পরিচালনা কমিটিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, বিডিএফ প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাবেক অ্যাডহক কমিটির সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য মিনহাজ মোরশেদ, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, শফিকুল ইসলাম শফি প্রমুখ।
পরবর্তীতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নবনির্বাচিত ৫জন অভিভাবক সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com