তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সরদার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার ঢাকার বিআরবি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার জোহরের নামাজের পর নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশগ্রহণ করেন সাতক্ষীরা–১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলি সরদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শত শত সাধারণ মানুষ।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আলহাজ্ব আব্দুর রউফ সরদার নগরঘাটা ইউনিয়নের একজন পরিচিত ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে আত্বীয়-স্বজন, নগরঘাটা ইউনিয়নসহ তালা উপজেলার নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com