বুধবার (১৬ জুলাই) সকালে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিআরআর সিসিএ প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানি এবং বিএমজেড এর আর্থিক সহায়তায়, খুলনা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সিডিসি অফিসে নগর পর্যায়ে জলবায়ু অভিবাসিদের সাথে একটি কমিউনিটি পরামর্শ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় জলবায়ু অভিবাসী জনগোষ্ঠীর সমস্যা সমুহ চিহ্নিত করণ এবং কিভাবে তা সমাধান করা যায় এটাই ছিলো মুল প্রতিপাদ্য বিষয়।
অদ্যকার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ডের সচিব এস এম আল মামুন, এসডিএনসির সভানেত্রী শাহানারা পারভিন, কারিতাস খুলনা অঞ্চল থেকে উপস্হিত ছিলেন কারিতাস খুলন অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ডিআরআরসিসিএ প্রকল্পের এডভোকেসি কোঅর্ডিনটর কাকলী হালদার, মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল এবং দি ডেইলি অবজারভার পত্রিকার খুলনার রিপোর্টার সৈকত মোঃ সোহাগ প্রমুখ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com