যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৫ জানুয়ারি সকালে জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লীতে তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষে মধুমঞ্চে কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘সনেট’ নামের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ৮ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এতে শিক্ষক, গবেষক, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজন সম্ভব না হলেও, নির্বাচন শেষে সুবিধাজনক সময়ে মেলা আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য, আধুনিক বাংলা কাব্যের রূপকার ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com