নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি অব্যাহত রয়েছে। ছয় দফা দাবিতে ধারাবাহিকভাবে দীর্ঘ ২১ দিন ধরে এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ২১ দিনের মত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর উপজেলা সভাপতি মো. মিরাজুল করিম সাধারণত সম্পাদক শিবানী মোদক, সাংগঠনিক সম্পাদক নিপা রানী ঢালী ওকোষাধ্যক্ষ শাহনাজ বেগম।
নেতৃবৃন্দ বলেন, গত ২৯ নভেম্বর থেকে কর্মবিরতি চলছে। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দাবিগুলো হচ্ছে -১৪তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, নিয়োগবিধি সংশোধন, ইন- সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com