পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ গাঁজাসহ আমির সরদার(৩৮) নামে এক মাদক
বিক্রেতা আটক করেছে। বুধবার বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের
পিচেরমাথা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিকে বৃহস্পতিবার
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-
পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নের
পিচের মাথা বটতলা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় ওই
স্থানে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছার হোসেন সরদারের ছেলে আমির
সরদার(৩৮) কে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তার কাছে থাকা ৫০ গ্রাম
(গাঁজা) মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, আটক
ব্যক্তিকে বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com