প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৫, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ১০:৩৯ এ.এম
পাইকগাছায় নারী নির্যাতনের বিরুদ্ধে জেগে ওঠো মুক্তির লক্ষ্যে মানববন্ধন অনুষ্টিত
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: নারী নির্যাতনের বিরুদ্ধে শতকোটি রুখে দাড়াও, জেগে ওঠো মুক্তির লক্ষ্যে এ স্লোগান নিয়ে মানববন্ধন করেছে পাইকগাছায় বে-সরকারি দুটি সংগঠন।
বুধবার দুপুরে পাইকগাছা কোর্টের সামনে মেইন সড়কে বে-সরকারি সংগঠন নিজেরা করি ও ভূমিহীন সংগঠন এর আয়োজনে মানববন্ধনে মানবাধিকার উন্নয়নের কেন্দ্রের নির্বাহী পরিচালক ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্টিত হয়। ভূমিহীন নেতা আশুতোষ মন্ডলের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন,ভূমিহীন নেত্রী রোকেয়া বেগম,সবিতা ঢালী, আওয়ামী লীগ নেতা প্রভাষক আব্দুল ওহাব বাবলু,ভূমিহীন নেতা নারায়ন চন্দ্র মন্ডল, আফজাল হোসেন,,নিজেরা করি সংগঠনের কর্মী রাশেদুজ্জামান ফরিদ,অনামিকা মন্ডল, লিপন সরকার প্রমুখ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com