প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৪, ৫:৫৫ এ.এম
পাইকগাছায় ফিশারিজ কো ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পর্যায়ে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তর ও উন্নয়ন সংস্থা এসডিএফ বাস্তবায়িত সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আওতায় রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিং এ প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বিশেষ ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, থানার সেকেন্ড অফিসার আজগর হোসেন, নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিন্টু, এসডিএফ ক্লাস্টার অফিসার নাসিম আহম্মেদ আনসারী। উপস্থিত ছিলেন, এসডিএফ ক্লাস্টারের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com