খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর ২নং ওয়ার্ডে মাওলানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু ইউসুফ ও তাঁর স্ত্রী বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ আবু ইউসুফের ছোট ভাই মো. মফিজুল ইসলাম (৩৮) জানান, “আমার দুই ভাতিজা চাকরির কারণে বাইরে থাকে। ভাই ও ভাবি একাই বাড়িতে ছিলেন। রাতে খাবারের সঙ্গে কোনোভাবে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল বলে আমাদের সন্দেহ। খাবার খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”
সোমবার সকালে তাঁদের জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো এবং গহনাগুলো উধাও।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিরাপদ মণ্ডল জানান, “অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরি ও লুটের এমন ঘটনা প্রায়ই ঘটছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com