প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ২:৪৩ পি.এম
পাটকেলঘাটার খলিষখালীতে ৯২ বছরের এক বৃদ্ধার গলায় রশি দিয়ে আ ত্ম হ ত্যা
পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মস্তিষ্ক বিকৃতি ৯২ বছরের এক বৃদ্ধ মহিলা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সরজমিন নিহতের বাড়িতে গিয়ে জানা গেছে গতকাল রবিবার রাত ৮ টার দিকে মস্তিষ্ক বিকৃতি বৃদ্ধ অমেলা রানী তাদের গোয়াল ঘরের পিছনে একটি কাঠাল গাছে লাইলোনের সুতা দিয়ে গলায় পেচিয়ে ওখানে আত্মহত্যা করে। রাত ১১ টার সময় ঐ বৃদ্ধার পুত্র তারক মন্ডল বাড়িতে এসে মা মা বলে ডাকছে কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে খোজাখুজি করে ও তাকে পাওয়া যায়নি। এরপর কোন এক সময় গোয়াল ঘরের পিছনে তাকে কাঠাল গাছে ঝুলান্ত অবস্থায় পাওয়া যায়।
ধুকুড়িয়া গ্রামের অনেকে জানান দীর্ঘ দিন যাবৎ অমেলা রানী মস্তিষ্ক বিকৃতির কারণে পাগলের মত ঘুরে বেড়াতো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর একই কাঠাল গাছে অমেলারানী আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সব কিছু শুনে বুঝে তার লাশ সৎকার করার নির্দেশ দেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com