প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ১২:৫৩ পি.এম
পাটকেলঘাটায় গণ হ ত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
সাতক্ষীরার পাটকেলঘাটা পার-কুমিরা বধ্যভূমিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার সময় গণহত্যা দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, কৃষকলীগের সাবেক জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, অধ্যাপক আতিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুস সামাদ, মাহফুজুর রহমান মধু, শিক্ষক অলিউর রহমান, সরুলিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্যরাসহ আরো অনেকে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিন পাটকেলঘাটার পারকুমিরা নামক স্থানে ৭৯ জন গ্রামবাসীকে পাকসেনারা ব্রাশ ফায়ার করে হত্যা করে। এর মধ্যে ৪৯ জনের লাশ পারকুমিরার বধ্য ভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়। বাকি কয়েকজন শহীদদের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com