ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়া এলাকা থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই সন্তানের জননী আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার মোড়ল আ. লতিফ মোড়লের স্ত্রী।
পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল আসেন। এরপর প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়। পরে ময়না তদন্তরে জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরহে উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্ত রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভবে জানা যাবে বলে জানান তিনি।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com