প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৪, ১:৩২ পি.এম
ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শণ
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজের পরিদর্শণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।
৪ ফেব্রুয়ারি রবিবার ১১টার দিকে পরিদর্শণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, ডিএফ নুরজাহান খাতুন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর রায়, সৈয়দ জিয়াউল হক মালিক এন্টার প্রাইজের ঠিকাদার সৈয়দ জিয়াউল হক মালিক সহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকার যৌথ অর্থায়নে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। যার ব্যায় ধরা হয়েছে ৪৪লাখ টাকা।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com