প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ১০:৫১ এ.এম
ফলো আপ ; পাইকগাছার আলোচিত নারী নির্যাতনের ঘটনায় আটক-১
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: অবশেষে পাইকগাছার আলোচিত নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এ মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে একজনকে আটক করেছে। এ দিকে নির্যাতিত নারী অনেকটাই সুস্থ্য হলেও পুরোপুরি স্বাভাবিক হতে এখনো সময় লাগবে বলে তার পরিবার জানিয়েছে। উল্লেখ্য, গত রোববার গভীর রাতে উপজেলার রাড়ুলী গ্রামে জনৈক কাঁচামাল ব্যবসায়ীর স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়। বর্তমানে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নির্যাতনের এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়েছে।
নির্যাতিতার স্বামী আব্দুল মান্নান সরদার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে ৩৯৪ পেনাল কোর্ড তৎসহ ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী) ২০২০ এর ৯ (৩) ধারায় এ মামলা দায়ের করেন। যার নং-১৩।
এ মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে একই এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সামাদকে আটক করা হয়েছে বলে থানার ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com