মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজার বণিক কল্যাণ সমিতিতে বয়ছে নির্বাচনী হাওয়া। রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনকে ঘিরে এলাকায় চলছে উৎসবমূখর পরিবেশ, ভোটারও আছেন ফুরফুরে আমেজে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মুহম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে যাচাই-বাচাইয়ের পর ১৮ মে প্রতিক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে জমজমাট প্রচার-প্রচারণা। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন প্রার্থী। কোনো সমস্যা না হলে ২৯ মে বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত জুড়ে চলছে শুধুই নির্বাচনী আলোচনা, কে হবেন? বাজারের অভভাবক। যেহেতু উপজেলা সদর বাজার, তাই রাজনৈতিক, সামাজিক, প্রশাসনসহ সাধারণ মানুষের জল্পনা-কল্পনায় এই নির্বাচন। অভিভাবক নির্বাচন করতে আলোচনায় পিছিয়ে নেই ব্যবসায়ীরাও। সকাল সন্ধ্যা বাজারের প্রতিটি চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে চায়ের কাপে ঝড় তুলছেন তারা। অভিভাবকদের বেঁচে নিতে চলছে চুলছেড়া বিশ্লেষন।
আবার যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত পোস্টার করে প্রচার করে চলেছেন প্রার্থীর সমর্থকেরা।
এছাড়া দোকানে দোকানে গিয়ে ভোটাদের কাছে ভোট প্রার্থনা করছেন। তবে প্রার্থীরাও কিন্তু বসে নেই, ৫ আগস্টের পর এই প্রথম নির্বাচন, তাই আগ্রহের সাথে ভোটের মাঠে নেমে পড়েছেন তারা। যে যার মতো করে দ্বারে দ্বারে গিয়ে নিজের প্রার্থীতা প্রকাশ করে ভোট প্রার্থনা করছেন। নানা প্রতিশ্রতি দিয়ে দোকানদারদের সমর্থন প্রত্যাশা করছেন।
সভাপতি পদে- আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আকতারুজ্জামান বিল্লাহ এবং চেয়ার প্রতিকে- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমদাদুল হক। সাধারণ সম্পাদক পদে- টিউবয়েল প্রতিকে মোঃ ইয়াকুব আলী ও সিলিং ফ্যান নিয়ে মোঃ রফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে- মুসল্লি পরিবারের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল হাসান তুহিন, বাঘ প্রতিকে এবং সেলাই মেশিন নিয়ে মোঃ আলী হাসান। ক্রীড়া সম্পাদক পদে- সাবেক ফুটবলার ও সেনা সদস্য সাংবাদিক মোঃ আবুল খায়ের রণি, ফুটবল প্রতিক এবং ক্রীকেট ব্যাট প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ফুটবলার মোঃ নাসির উদ্দীন। অপর দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তানজীর রহমান সোহাগ ও মোঃ মিজানুর রহমান।
এর মধ্য থেকে কে হবে উপজেলা সদর বাজারের অভিভাবক, তা নিয়েও আলোচনা চলছে ভোটাদের মাঝে, চুলছেড়া বিশ্লেষনে পিছিয়ে নেই তারা। জৈষ্ঠের ঝাঁঝালো গরমে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারের প্রতিটি চায়ের দোকানে আলোচনার ঝড় তুলছেন সাধারণ মানুষও।
মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান ও সদস্য সচিব খসরুল আলম খসরু জানান, সুষ্ট, সুন্দর ও নিরোপেক্ষ একটা নির্বাচন আমরা আশা করছি এবং সেটা দিতে পারবো বলেও প্রত্যাশা রাখছি।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com