১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহরের কুখরালী সারাদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রাম বাংলার উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সারাদিন ব্যাপি কুখরালী ফুটবল মাঠে কুখরালী আর্দশ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন কুখরালী আর্দশ যুব সংঘের সাবেক সভাপতি শেখ আব্দুর ছাদেক।
এসময় উপস্থিত ছিলেন, কুখরালী আর্দশ যুব সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সবুজ কুখরালী সাংগঠনিক আসাদুজ্জামান রনি, ভলিবল স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক আকরাম সরকার,কুখরালী আর্দশ যুব সংঘের ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন,সদস্য শওকত আলী,শাহাজান গাজী বাবু,শওকাত আলী, আবু সাঈদ, একরামুজ্জামান জনি সহ আরো অনেকে।
আয়োজক'রা জানান, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ক্রীড়া প্রতিযোগতার আয়োজন করা হয় এতে বিভিন্ন এলাকা থেকে শিশু সহ নানা বয়সের ছেলে মেয়েরা অংশ গ্রহণ করেন। বিকালে গ্রাম বাংলার খেলা কলাগাছ ওঠা,অন্ধের হাড়ি ভাঙ্গা,চেয়ার সিটিং, প্রাচীন যুগের যেমন খুশি তেমন সাজে উঠে শিশুরা।
পরে পুরস্কার বিতরণ শেষে শিশুদের নিয়ে সংক্ষিপ্ত সংস্কৃতি অনুষ্ঠান হয়।
" বিবিসি সাতক্ষীরা "
সম্পাদক ও প্রকাশক : আব্দুল মতিন।
মেইল- bbcsatkhira@gmail.com ঠিকানা- পাটকেলঘাটা, সাতক্ষীরা, বাংলাদেশ।
zahidit.com